ভালো থাকুক
হাসান মাহমুদ


ভালো থাকুক প্রিয় জন ভালো থাকুক,,,
আমি শুনেছি পাখিদের গানে
শুনেছি হাওয়াদের মুক্ত উড়ার প্রাণে,,;
শুনেছি আমি শুনেছি সে ভালো আছে,
আগে মতো আর থাকে না গোমরা মুখে
হাসিটা তার লেগে আছে জীবন বিনার সুখে;
আমি শুনেছি সে ভালো আছে।
ভালো আছে,,,,,,
ভালো থাকুক প্রিয় জন ভালো থাকুক,,,,,।


আমি শুনেছি রাতের জোনাকির কাছে
শুনেছি ঐ পূর্বকোণে উঠা চাঁদের ও কাছে;
শুনেছি আমি শুনেছি ঝিঝিপোকা কে বলতে
সে নাকি বেশ ভালোই আছে,।


আমি শুনেছি কান পেতে প্রিয় নদীর কাছে,
শুনেছি বলতে ঝর্ণা ধারা কে
ফিসফিস করে বলতে;
সে নাকি বেশ ভালোই আছে,,,,,,,
ভালো থাকুক প্রিয় জন ভালো থাকুক,,,,


ঐ আকাশ, বাতাস, পাহাড়, নদী গিরি,সিন্ধু,হিমালয়
ঐ পুষ্পরঞ্জিত মাঠ,সোনালী রোদ্দুর ঘাট
কলকল চলনে যমুনার জল
সবাইকে বলতে শুনেছি সে ভালো আছে,
হাতে আর মোনাজাতে, দিবস রজনীতে
দোয়ার দরখাস্তে, বলে যাই ভালো থাকুক
ভালো থাকুক প্রিয় জন ভালো থাকুক।