ভেদাভেদ ভুলি
হাসান মাহমুদ


ভেদাভেদ ভুলি সবে সমাজের স্তরে,
কে গরিব কে ধনী ভুলে যাই চত্বরে।
কে কালো, কে সাদা, কে আবার প্রতিবন্ধী,
কার মুখে নেই কথা, কার মুখে কথা থাকে বন্ধী।
সব যাই ভুলে, নেই করে আপনের স্বন্ধি,
সবাই মানুষ মোরা এক ঘরেই বন্ধী।
কার বাবা কৃষক কার বাবা ধোপা, মুচি, কুলি,
কার বাবা এমপি কার বাবা মন্ত্রী সব যাই ভুলি।
হতে পারে আপনি, আপনার বাবা বিজ্ঞ জ্ঞানী,
খুঁজে দেখুন ইতিহাস, পিতৃপুরুষ ছিলো মূর্খের শিরোমণি।
এখন আপনি বড় লোক ঘরের, বড় লোক পুরুষ,
হতে পারেন সমাজের উচ্চবর্গের মর্যাদাচিত মানুষ।
হতে পারেন বিজ্ঞ আলেম, মহা জ্ঞানী,
হতে পারেন ক্ষমতার মহা সুনামি।
তাতে কি পারবে না আপনার সামনে দাঁড়াতে,
কৃষক ঘরের শিক্ষিত ছেলেটি হাত বাড়াতে।
কেন পারবেনা? উচ্চ স্বরে সঠিক বাক্য মুড়াতে,
বাবা গরিব তাই?
বাবা কৃষক তাই?
বাবা কুলি তাই?
বাবা মুচি তাই?
বাবা ধোপা তাই?
বাবা সাধারণ কর্মজীবী তাই?
বাবা সমাজের নিম্ন শ্রেণির তাই?
এগুলোই যদি তার দোষ হয়,
আমি বলবো আপনি হিংসাকারী।
অন্যেকে বড় হতে দিতে চান না,
আমি বলবো আপনি নিন্দুক,
সত্যের নিন্দা করেন, অন্যের দোষ খুঁজেন
এ সব ছেড় নিজের মর্যাদা খুঁজুন,
সবাইকে সমাজে এক হতে দিন ।
কে কি করলো সেটা দেখুন,
কার বংশ কি সেটা ছাড়ুন,
বংশের গৌরব করা গুনাহের কাজ,
লিখা আছে হাদিসের পাতার ভাজে।
তাই তো ছাড়ি সবে দাম্ভিক অহংকার,
তবেই আসিবে সমাজে সুন্দরের ঝংকার।।