ঘুড়ি সুতা ছিঁড়লেই
উড়ে খুব দূরে চলে যায়;
কতোখানি আপন করে, কতো মমতায়
গড়া হয়েছিল তারে-
মনেও রাখে না..
ঘুড়ি সহজেই সব ভুলে
হয়ে যায় পর!


তুমিও ঘুড়ির মতোই পুরোটাই জড়,
দুই হাত দূরে গেলেই ফিরাও মুখ
রাখো না খবর!


উৎসবচন: পরাজিত হলেই আমি
চলে আসি তোমার নিকটে,
নাকি তোমার নিকটে আসি বলেই
পরাজিত হই; বুঝি না!