গোধূলি দিগন্তে প্রত্যাবর্তনের অন্তিম আশ্বাস রেখে
যে রোজ ডুবে যায় তার নাম তোমরা রেখেছ সূর্য,
সূর্যোদয়ে যে প্রতিদিন ফিরে আসে সে সকালের হাসি,
সকাল পা বাড়ালেই দুপুর হয় রোদ্দুরময়,
দুপুরের ওম ভাঙে বিকেলের বিষাদী সঞ্চয়,
এভাবেই বারবার ফিরে ফিরে আসে সূর্য,
ফেরে সকাল, দুপুর, বিকেল, ফেরে রাত্রি,
কথারা ফেরে, ফেরে বিশ্বাস অবিশ্বাস, খিস্তি খেউড়
নিজ পরগনায় ফেরে বানিজ্যে যাওয়া সওদাগর,
নদী বারবার ফেরে তার প্রিয় সাগরের লবন বুকে,
প্রতি সন্ধ্যায় পাখিরা ফেরে নীড়ের উষ্ণতায়,
নারীরা ফেরে না পর হয়ে অন্যের হয়ে গেলে,
আর মানুষ ফেরে না অনন্তে চলে গেলে ।