- আর যেসব তথ্য জানা গেছে এই বিপুল জাহাজ নগরী
সম্পর্কে তা মোটামুটি এরকম, প্রতিদিন মোট ত্রিশ হাজার
দর্শনার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে এই জাহাজে  এবং
দশ হাজার অতিথির জন্য রাতযাপনের ব্যবস্থাও রাখা হবে ।
প্রস্তাব অনুযায়ী এ বিশাল জাহাজ যেহেতু আয়তনের কারনে
কোনো সমুদ্র বন্দরে ভিড়তে পারবে না, সেহেতু এই জাহাজের
বাসিন্দারের কোনো প্রয়োজনে কোম্পানির অন্যান্য যাত্রীবাহী
জাহাজে করে স্থলভাগে আনা নেয়া করা হবে । একই সঙ্গে
এই বিশাল ভাসমান জলজ নগরীর নিজস্ব বিমানবন্দরে থাকা
বিমানে করেও যাত্রী আনা নেয়ার কাজ করা হবে। শিপের
বাসিন্দাদের থাকবে না লোকাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, রিয়েল
এস্টেট ট্যাক্স, সেলস ট্যাক্স, বিজনেস ট্যাক্স ও আমদানি শুল্ক।
তবে তাদের নিজ নিজ দেশের ফেডারেল ট্যাক্স আইন মেনে
চলতে হবে। শিপে স্কেটিংয়েরও ব্যবস্থা থাকবে। শিপের মেরিনা
পয়েন্ট থেকে মাছ ধরার ব্যবস্থাও থাকবে । সব অ্যাপার্টমেন্টে
আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল থাকবে। ইন্টারনেট
সার্ভিস পাওয়া যাবে গোটা জাহাজ জুড়েই।


- আসলেই এ এক এলাহি ব্যাপার, ব্যয়বহুল, অত্যাধুনিক
প্রকল্প, তবে যা বুঝলাম এটি মুলত পশ্চিমাদের নিজেদের
শ্রেষ্ঠত্ব প্রদর্শন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত আর একটি
প্রকল্প, এই প্রকল্পের সাথে আমাদের মত সাধারন মানুষের
সমকালীন আবাসন সমস্যা সমাধানের কোন যোগসূত্র নেই ।  


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের তেপ্পান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।