- আসল ঘটনা হল বেশীর ভাগ ক্ষেত্রেই প্রায় সমস্ত
সবল ও বিত্তশালী মানুষেরা দুর্বল ও দরিদ্র্য শ্রেণীর
সাধারন মানুষদের মানুষ বলেই ভাবতে পারেন না ।
তাদের যা ইচ্ছে তারা তাই করে থাকেন, যা ইচ্ছে
তাই বলে থাকেন, গায়ের জোরে তাদের নিজেদের
ইচ্ছে দুর্বলের উপর চাপিয়ে দেয় এর ফলে দুর্বল
এবং দরিদ্র্য শ্রেণীর মানুষদের কি সমস্যা হল না
হল তানিয়ে তাদের কোন প্রকার মাথাব্যথা নেই ।


- এতো বিবর্তন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইনের সেই
বিখ্যাত "Survival of the Fittest" থিওরির মুলকথার
মত হয়ে গেল । অর্থনৈতিক শ্রেণীবিভাজিত সমাজে
মানুষের ক্ষেত্রে ব্যবহারিক বাংলায় ভাবানুবাদ করলে
যার অর্থ দাড়ায় "জোর যার মুল্লুক তার" ।


- কিন্তু প্রকৃতিতে চার্লস ডারউইনের "Survival of
the Fittest থিওরিতে Natural Selection বা প্রাকৃতিক
নির্বাচন পদ্ধতিতেও কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই সমতা
এবং সামঞ্জস্যের কিছু ব্যাপার থাকে, প্রকৃতির নিজস্ব
সমতার মুল নীতিতে চলে সমগ্র জগত, ক্ষমতাশালী
মানুষের দুর্বলের উপর গায়ের জোরে চাপিয়ে দেয়া
"জোর যার মুল্লুক তার" নীতিতে কোন সাম্য অথবা
সাযুজ্যের কোন স্থান নেই তাই এরকম অমানবিক
কোন নিয়ম প্রকৃতিতে চলে না ।  


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের পঞ্চান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।