আমার কখনো কখনো ইচ্ছে পায় মানুষের হিংস্র খোলস
ছুড়ে ফেলে পশুরাজ সিংহের বেশে চলে যেতে সিংহীর
নিখাদ প্রেমের গোপন ডেরায়, তার সঞ্চিত খাবারে, তার
শরীরের নিজস্বতায় ভাগ বসাতে, তার সাথে মেতে উঠতে
আদিমতম উদ্দাম পাশবিক সহবাসে, সিংহীর শ্রোণিতে
মানব বীর্য ঢেলে জন্ম দিতে মনুসিংহ শাবক, মানুষের
পাশবিক জন্মের ঘৃণা মুক্ত মানব সিংহের উত্তর পুরুষ ।  
মাঝে মাঝে শ্রেষ্ঠত্বের দাবিদার মানুষের হৃদয়হীন জন্মে
ঘৃণা হেনে হয়ে যেতে ইচ্ছে পায় বন্য পশুর মত অকৃত্রিম,
মাঝে মাঝে হয়ে যেতে ইচ্ছে পায় পশুর মত মানবিক ।  


আমার কখনো কখনো খুব ইচ্ছে পায় হতে দুনিয়ার তাবৎ  
সুন্দরী অষ্টাদশী কুমারীর প্রথম ও একমাত্র প্রেমিক পুরুষ,
ইচ্ছে পায় হতে সব মন আনচান করা উদ্ভিন্ন সুন্দরী যুবতীর
সুগন্ধি নরম মনরাজ্যের একছত্র অধিপতি দোর্দণ্ড মোঘল,    
ইচ্ছে পায় সব নরম সুন্দরীর গোপন ভালোবাসায় সঙ্গী
হয়ে চলে যেতে মেয়েলী কমনীয় নরম শরীরের শোভিত
সুগন্ধি বিছানায়, ইচ্ছে পায় নাজুক নরম অধরে আমার উষ্ণ
কামুক ওষ্ঠের লেলিহান ছোঁয়াতে, আঙ্গুলের নিবিড় স্পর্শের
নিজস্বতায় পেতে ইচ্ছে পায় সদ্যস্ফুট কোমল কিশোরী শরীর,
সদ্য গজানো স্তনবৃন্ত, সুগভীর নাভিমূল, লোমশ ঊরুসন্ধির
কাঙ্ক্ষিত গোপন অন্ধকার, শোণিতের গাঢ় লালে রাঙাতে
সব অষ্টাদশী নরম বালিকার অক্ষত নাজুক গোপনীয়তা।


দৃষ্টি আকর্ষণঃ মানুষ জন্মায় স্বাধীনভাবে কিন্তু তাকে যাপন করতে হয় শৃঙ্খলিত জীবন, কিন্তু মানুষের ইচ্ছেরা কারো দাশ নয়, স্বাধীন ইচ্ছের কিছু বাঁধভাঙ্গা সাহসী পরচারনা অকপটে এলো ইচ্ছে বিলাস কবিতায়।


কিছু কারনে আসরে আর আগের মত প্রানের ছোঁয়া পাচ্ছি না, একটানা লিখতে লিখতে কিছুটা একঘেয়েমিতেও ভুগছি, সাথে আছে প্রাণঘাতী ব্যস্ততা, তাই শীতঘুমের মত সাময়িক ছুটি নিতে চেয়েছি, একই সাথে এতদিনের ভালো লাগা আসর ছাড়তে গিয়ে বুকের ভেতর চিনচিনে ব্যাথাও অনুভব করছি, এটি মোটেও সহজ কাজ হবে বলে মনে হচ্ছে না ।