- মানুষের খেত্রেও কিন্তু প্রকৃতির নিজস্ব বিচার ব্যবস্থা
ঠিকই কাজ করে তবে অনেক ক্ষেত্রেই সেটি বেশ শ্লথ
বা ধীর প্রকৃতির হয়, এমনও হতে পারে এর পুরো ফল
কোন ব্যক্তি মানুষের একজীবনে প্রতিফলিত নাও হতে
পারে, তবে প্রকৃতির নিজস্ব এই বিচার বড় নির্মম, এ
বিচারে সবাইকেই তার ভাল অথবা খারাপ কর্মের
প্রতিফল পেতেই হবে, কারো নিস্তার নেই এর হাত
থেকে, বাংলায় যেমন কর্ম তেমন ফল, আর ইংরেজিতে
As You Saw, So You Reap.  


- সেটি খাটি কথা তবে আমরা কিন্তু আমাদের চলমান
জলজ আবাসন ধারনা সংক্রান্ত আলাপ শেষ না করেই
ঘুরে অন্যদিকে চলে এসেছি । জলজ আবাসন সংক্রান্ত
আরেকটি ভিন্নধর্মী কনসেপ্টে ভাবলে মানুষের শরীরেও
কিছু কৃত্রিম অথবা পরিবেশগত অভিযোজন মাধ্যমে
মানুষ মাছের মত ফুলকা নির্ভর জলজ জীবন যাপন
করবে কিনা, সেটিও হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ
বিবেচনা । তাছাড়া জলজ জীবন ব্যবস্থায় এর বাইরেও
রয়েছে জলজ পরিবেশে বিবর্তিত মানুষ এবং বর্তমান
স্থলজ মানুষের পারস্পরিক সম্পর্কের মাত্রা ও ভারসাম্য
নির্ণয় সংক্রান্ত বিবেচনা ।    


বিদ্রঃ সাময়িক বিরতির পর আজ আবার প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের ছাপান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।