-উন্নত ফুসফুস এবং মেরুদণ্ড বিশিষ্ট কর্ডাটা পর্যায় থেকে
অপেক্ষাকৃত অনুন্নত ফুলকাওয়লা মাছের পর্যায়ে মানুষের
শরীরের নিম্নমুখী জলজ অভিযোজনের আপনার এ অবাস্তব
ধারনা একদমই সমর্থন করতে পারছি না, এটি অবৈজ্ঞানিক,
এ জলজ মানব জাতীয় কোন উভচর ধরনের প্রাণীকূলের
উপর নিছক কল্পবিজ্ঞান প্রসূত উর্বর ভাবনা হলেও হতে
পারে, বাস্তবে এমনটি কখনোই সম্ভব নয়, তবে মানুষের
জলজ আবাসন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে বহমান
সময়ের সাথে সাথে ক্রমাগত জলজ সমাজেরও সদস্য
সংখ্যা বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়ন ঘটতে
থাকবে, তখন আপনার পূর্বেকার উত্থাপিত সব প্রশ্নসহ
আরও কিছু কিছু নতুন মাত্রার সমস্যাও সামনে আসবে,
জলজ সমাজের এই সব সমস্যা অথবা ভাবনাগুলোর
সমাধান বা উত্তরও যাই বলি না কেন, মানুষ তাদের
নিজেদের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কযুক্ত কিছু
অনুঘটকের সামঞ্জস্যের মাধ্যমেই নির্ধারণ ও প্রতিকার
করবে, তখন বিবর্তনের একটি মুল পর্যায়ে এসে এই
ভাসমান জলজ সমাজব্যবস্থা কিন্তু নিশ্চিতভাবেই গোটা
মানব জাতীর সামগ্রিক জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ
স্থান ঠিকই দখল করে নেবে একথা অনেকটা নিশ্চয়তা
দিয়েই বলা যায়।  


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের সাতান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।