এক জীবনের বেলা শেষে লাটাইয়ের সাথে কিছু না মেলা
বকেয়া হিসেব নিকেশ অসমাপ্তই থেকে যায় সুতোর প্যাঁচ
কাটাকাটি খেলা শেষে পরাজিত হাওয়ায় ভেসে চলা লম্বা
লেজওয়ালা ভোকাট্টা রঙিন ঘুড়ির অজানা শেষ গন্তব্যের,
সব ভালোলাগা ঝুমবৃষ্টির ধূসর পালতোলা রিমঝিম রাতে
অগভীর জলে ভাসা কাগজের খেলনা নৌকার মত তুমিও
কেবলই নিঃশেষে ডুবে যাবার অসহায় জলজ পরিণতি
জমা করে রাখো আমার শেষকৃত্যের উপহারের ডালায়,  
বাতাসের নির্ঘুম চোখে চোখ রেখে দীঘল মেঘের সাথে
সাথে কিভাবে কতোটা দুরে উড়ে গেলে নিজেকে দেখার
আকাশ নীল দর্পণে ঘষা কাঁচের হৃদয় বদলে নেয়া যায়
সে কথা শুধু জানে বিষুববৃত্তে ভেসে চলা নিঃসঙ্গ গাঙচিল,
হলুদ ডানার মৃত ঘাস ফড়িংয়েরা কোথায় তাদের আশাহত
বিশ্বাসের শেষফোঁটা জমা রেখে জন্মের মত শীতঘুমে যায়
সে খবর কখনো ছাপা হয়না বাণিজ্যিক দৈনিকের কলামে,
তোমার জন্য বুকের পারদের পরতে পরতে জমিয়ে রাখা
ভালোবাসার উষ্ণ বিকেল দুপায়ে দলে দলে তুমি উঠে যাও
লোকে লোকারণ্য নিলামের বিকিনিকির হৃদয়হীন রঙ্গমঞ্চে ।
মেনে নেয়া মানিয়ে নেয়া মধ্যবিত্ত ভাবনার সাথে ক্রমাগত
সাপ লুডু খেলে খেলে শ্রান্ত আমি এবার চাই একটি চূড়ান্ত
প্রতিশ্রুতিহীন মৃত্যুর মত মহাপ্রলয় শেষে একটি নতুন সূচনা ।  


দৃষ্টি আকর্ষণঃ গত কয়েকদিন ধরে বাংলা কবিতা আসরে মন বসাতে পারছিলাম না, বিশেষ কিছু কারনে কবিতা আসরে আর আগের মত প্রানের ছোঁয়া পাচ্ছিলাম না, একটানা লিখতে লিখতে কিছুটা একঘেয়েমিতেও ভুগছিলাম, সাথে আছে প্রাণঘাতী ব্যস্ততা তাই আসর ছেড়ে চলে যাবার ভাবনা এসে ভর করেছিল, যখন সত্যি সত্যি চলে যাবার কথা ভাবলাম তখন অনেক পিছুটান এসে বাধা দিলো, অনেক স্মৃতি বিজড়িত পুরনো কথা মনে পড়ে গেল, তখন আবার মনই বেকে বসলো আসর ছেড়ে যেতে, মনে হল এখনো চলে যাবার সময় হয়নি, আছি আরও কিছুদিন ।   এই ব্যাপারটি পুরোটিই আসলে মানসিক,  যাওয়া বা থাকা দুটোই পুরোপুরি মনের উপরই নির্ভর করছে, যতক্ষণ মন চাইবে থাকবো, যদি মনে হয় আর নয় তাহলে চলে যাব । তবে ৩০০ তম থেকে এবার বিদায় নয় সব নেতিবাচক অনুভব ঝেড়ে ফেলে শুরু করতে চাই আরেকটি নতুন সৃজনশীল যাত্রার, সাহিত্যের এই যাত্রা একটি অনন্ত পথের দিকে নতুন সূচনা তাই শীতঘুমের পরিবর্তে ৩০০ তম লেখা হিসাবে আজ প্রকাশিত হল  “নতুন সূচনা” । সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল পড়ার সাথে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।