যদি ফিরে আসো তবে কালশিটে পড়ে ধূসর হয়ে যাওয়া
বিরহী অতীতের নিজস্ব মানচিত্রের লোমশ নাভিমূল থেকে
গোপন কষ্টের ক্ষুধিত জলছাপ নিঃশেষে মুছে দিয়ে
অনন্ত আশা জাগানিয়া জীবনের মত সারমেয় মানবিক
বাসনার দৃপ্ত আগুন বুকে জ্বেলে তুমুল ফিরে আসো ...


যদি ফিরে আসো তবে তোমাকে অনিন্দ্য সুখের প্রথম,
শেষ ও একমাত্র কক্ষপথ ভেবে সতত আবর্তিত হৃদয়ে
নির্ঝরনী আশার যে গল্গুধারা জ্বালিয়ে অতর্কিতে চলে
গিয়েছিলে সে বহতা তুমি আবার আদিগন্ত উসকে দাও ...


যদি ফিরে আসো তবে তোমাকে সুস্বাগত জানাতে
নির্ঘুম তারার দীপ জ্বেলে আজ এই নিশুতি রাতের
আঁধারকে দেব একজীবনের কারাবাসের গুরুদন্ড ...


যদি ফিরে আসো তবে তোমার দেয়া অবিরত আঘাতে
বারবার ভেঙ্গে যাওয়া বুকের ঘাস জমিতে তোমাকে জন্য
জমিয়ে রাখা মৃত স্বপ্নের ফসিলেরা আবার উর্বশী হবে...  


তুমি শুধু একবার গভীর বিশ্বাসে ভালবেসে ছুঁয়ে দাও
এ হৃদয় আধার, তোমার বিরহে মৃতপ্রায় সব আশারা
আবারও অবারিত প্রকৃতির মত সবুজ হয়ে জেগে উঠবে ...  


দৃষ্টি আকর্ষণঃ একই আবহে বাঁধা দিখন্ডিত কাব্য যুগল “যদি চলে যেতে চাও” এবং “যদি ফিরে আসো” । গতকাল প্রকাশিত হয়েছিল “যদি চলে যেতে চাও” এবং আজ প্রকাশিত হল “যদি ফিরে আসো” । পড়ার আমন্ত্রন রইল ।