- সোভিয়েত ইউনিয়ন উত্তর বিশ্বে ক্ষমতার ভাগাভাগি জনিত
শীতল স্নায়ু যুদ্ধের অবসান এবং বিশ্ব অর্থনীতিতে পারস্পরিক
নির্ভরশীলতা বেড়ে যাওয়ার এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির কথা
ভেবে হয়তো আলাপ আলোচনার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ
ঠেকানো যাবে অথবা দীর্ঘায়িত হবে। কিন্তু বৈশ্বিক উষ্ণতা
বৃদ্ধিসহ নানাবিধ পরিবেশগত বিপর্যয়ের কারণে পৃথিবীতে
যে দীর্ঘস্থায়ী এবং সর্বব্যাপী  ক্ষয় ক্ষতির সমুহ সম্ভবনা দেখা
যাচ্ছে তা ঠেকানো বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই দুঃসাধ্য ।
পরিবেশ দূষণ ও পরিবেশগত বিপর্যয়ের এ বিসয়টি নিয়ে
সারা বিশ্বজুড়ে গবেষক, বিজ্ঞানী, পরিবেশবাদী সংগঠন এবং
ভুক্তভোগী দেশগুলোর দফা দফায় আলাপ আলোচনা করেও
এ অবস্থা থেকে উত্তরনের জন্য কোনো কার্যকরী সমাধান
খুঁজে বের করা যাচ্ছে না ।


- পরিবেশ দূষণের জন্য দায়ী উন্নত দেশগুলোর আচরনগত
নিঃস্পৃহতার কারনে এ বিপর্যয় নিয়ে তাদের কতখানি মাথা
ব্যথা রয়েছে তা নিয়ে সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা সাধারণ
মানুষের মধ্যে সন্দেহ দিন দিন বাড়ছে। শিল্পোন্নত দেশগুলোর
স্বার্থসর্বস্ব দায়িত্ব জ্ঞানহীনতা আর দায় এড়ানো মানসিকতার
কারণে বাংলাদেশের মতো সমুদ্র উপকূলীয় দেশগুলোর জন্য
ভয়াবহ বিপর্যয় অনেকটা অনিবার্য হয়ে উঠছে।


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের ষাটতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।