গতকাল শুক্রবার ছিল ছুটির দিন । রাত জেগে ক্যারাম খেলে ঘুমিয়েছি ৩টার দিকে । সকাল আটটায় ঘড়ির বেসুরো কলবেলে ঘুম ভেঙে কোনরকম তাড়াহুড়ো করে অফিসে যাবার জন্য রেডি হয়ে দেখি পকেটে মানিব্যাগ নেই, একে সময়ের তাড়া তার উপর এই বিভ্রাট, আমি পুরনো অভ্যেস অনুযায়ী ব্যাকট্র্যাক করে মনে করার চেষ্টা করলাম শেষ কখন কোথায় ব্যবহার করেছি মানিব্যাগ, সেই হিসেবে অফিসের প্যান্টের পকেটে থাকার কথা সবেধন নীলমণির, না নেই, ছুটির দিন বলে গতকাল কাজের বুয়া সব কাপড় ধুয়ে দিয়ে গেছে । সাবধানের মার নেই ভেবে আমি সবসময় মানিব্যাগ ছাড়াও কিছু টাকা শার্টের পকেট বা অন্য কোথাও রাখি, তো পকেটের সেই ভাংতি টাকা কয়েকটি নিয়ে অফিসে পৌঁছে দেখি তাড়াহুড়ো করে ভুলে পেনড্রাইভ বাসায় ফেলে এসেছি । অফিসের কাজের ফাইলের সাথে সাথে কবিতা আসরে আজকের পোস্ট দেবার লেখা লোকাল সার্ভিস সিরিজের একষট্টিতম পর্বটিও ছিল ঐ পেন ড্রাইভে । তো কি করা যায় ভেবে ভেবে শেষ পর্যন্ত ১৫ মিনিটে লিখে ফেললাম আজকের এই কবিতা “বিপ্রতীপ সুখ” । তারপর আড্ডার জন্য লিখলাম আজকের এই অভিজ্ঞতা । খুব অল্প সময়ে লেখা হলেও এটি আমার পূর্ণ কবিতা গুলোর অন্যতম । সবাইকে আমন্ত্রন রইল পড়ার ।