- সমপ্রতি পরিচালিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশ
বিপর্যয় বিসয়ক এক বৈজ্ঞানিক জরিপে দেখা গেছে,
ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে পৃথিবীর প্রায়
নব্বই শতাংশেরও বেশি বরফের আঁধার এন্টার্কটিকায়
বরফ গলে যাওয়ার হার আগের চেয়ে অনেক বেশি
বেড়ে গেছে । ফলস্বরূপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে
আশঙ্কাজনক ভাবে । গবেষণালব্ধ উপাত্তের ভিত্তিতে
পরিবেশ বিজ্ঞানীদের ধারণা, দক্ষিণ পেনিনসুলার
সুবিস্তৃত অঞ্চলের পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ যে
পরিমাণ পানি ধরে রাখে তা গলে গেলে সমুদ্রপৃষ্ঠের
উচ্চতা বিশ ফুটের মত বেড়ে যাবে। এরইমধ্যেই
অ্যান্টার্কটিকার পাইন আইল্যান্ড সংলগ্ন হিমবাহসহ
অন্যান্য বরফস্তরগুলো গলতে শুরু করেছে অত্যন্ত
আশঙ্কাজনক হারে। খুব শিগগিরই এর প্রভাব পড়বে
সমস্ত উপকূলীয় নিচু  অঞ্চলে, এ কারণে বিশ্বের বড়
বড় বন্দর শহরগুলোর প্রায় ৪ কোটি মানুষ ভয়াবহ
সামুদ্রিক বন্যার ঝুঁকিতে রয়েছে। ভয়ের বিষয় হলো,
আগামী অর্ধশতকের মধ্যেই আক্রান্তের এ সংখ্যা
প্রায় তিনগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি এর
থেকে রক্ষা পাবে না যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোও।


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের একষট্টিতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।