তুমি কি আমার নৈঃশব্দের গহীনতা হবে,
আমি হব তবে জেগে থাকা রাত্রির নিঝুম,
তোমার ধানসিঁড়ি শরীর ছুঁয়ে ছুঁয়ে হৃদয়ে
পৌঁছে যাবে আমার অব্যক্ত বর্ণমালা ।


তুমি কি আমার প্রকাশের ভাষা হবে,
আমি তবে হব মিছিলের রাজপথ,  
আমি সূর্যের লাল চোখে চোখ রেখে
বলে দেব তোমাকেই আমি চাই ।