শুধু এক বর্ষা রাতের জন্য আমাদের বিধিলিপি
উপেক্ষা করে আমি ধার চাইছি তোমার যৌবন,
ঘরের বাইরে থাকবে বৃষ্টির জল নূপুর পায়ে
দেহাতী বর্ষা মেয়েদের টিপটিপ স্খলনের মায়া,
লোড শেডিংয়ের এমন এক আধো আলো
আধারির ছায়ারাতে আমি তোমাকে সপে দেব
আমার সমস্ত অলিখিত গোপন পাপের ভাগ,
অগাধ রাত্রির নির্লজ্জ প্রশ্রয়ে আমাদের অস্তিত্ব
মিলে যাবে লোমশ কম্বলের উষ্ণ অবগাহনে ।
    
ঝুম বৃষ্টির অনিবার্য বারণে গৃহবন্দী রাতচর
পাখিদের নিশি কাতরতা বিজড়িত হৃদয়বৃত্তির
কোন বার্তা নিয়ে আমি তোমার কাছে আসিনি,
আজ আর চোখে চোখ রেখে কোন কথা নয়,
আজ আর উষ্ণ হৃদয়ের কোন প্রয়োজন নেই,
আজ শুধু খুলে দাও শরীরের গোপন অর্গল,
হৃদয় বলে কারো আর কিছু নেই জেনে যাওয়া
ভুল অতীতকে নিতান্ত অবহেলায় পেছনে ফেলে
অঝোর বৃষ্টির কান্না ভেজা এই রাতে আমার
নোনতা পৌরুষ শুধু জেনে যাক তোমার
মৃগনাভি শরীরের আকাঙ্ক্ষিত রমণীয় স্বাদ ...  


এভাবে মুছে দিয়ে অম্ল স্মৃতির দাগ একসময়
তুমি আমি চলে যাব যে যার নির্ধারিত গন্তব্যে
একদিন আমি ভুলে যাব এইসব অতীত কথা,
একদিন আমি ভুলে যাব পুরনো তোমাকেও ...
অনাগতকে বুকের ওমে জড়িয়ে তুমিও বাসি
শরীরের শয্যা থেকে মুছে নিও আমার শেষ
পৌরুষ গন্ধের টুকরা টাকরা, মৃত হাড়গোড়,
তোমার দীঘল চুলের খোপার বাঁধন আলগা
করে আলগোছে মুক্ত করে দিও তোমার জন্য
জমিয়ে রাখা আমার সব অতৃপ্ত দীর্ঘশ্বাস,  
একদিন তুমিও ভুলে যেও এইসব পিছুটান,
একদিন তুমিও ভুলে যেও বিগত আমাকে ...