কবিদের আড্ডা বিভাগে লেখা ও মন্তব্য সংক্রান্ত এডমিন মহোদয়ের নতুন ঘোষণায় আমার মন্তব্য কবি ও পাঠক বন্ধুদের জন্য সরাসরি তুলে দিলাম


'আমার জানামতে ইতিপূর্বে কবিতা আড্ডা সম্পর্কে এরকম সুনির্দিষ্ট ও সম্পূর্ণ কোন নিয়ম নীতিমালা ছিল না তাই আড্ডা চলেছে আড্ডার মত ফ্রী স্টাইলে, যার যা ইচ্ছে হয়েছে পোস্ট দিয়েছে, মন্তব্য করেছে, তাই কবিতা আড্ডা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে একটি নির্ধারিত নিয়ম নীতি প্রদানের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই, এর সাথে বাড়টি দুটো কথাও বলতে চাই । প্রথমতঃ এই নীতিমালা আসার ফলে এটি এখন আর আড্ডার মত ফ্রী স্টাইল কিছু রইল না, এখন এটি কবিতা সংশ্লিষ্ট এরকম একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিনত হল যার ভেতর


১) কবি হিসাবে নানা অভিজ্ঞতা
২) পরিচিতি (নিজের পরিচয় তুলে ধরা)
৩) আপনার যেসব কবিতার বই প্রকাশিত হয়েছে তার বর্ণনা
৪) কবিতা লেখার উপর মতামতভিত্তিক কিংবা শিক্ষামূলক লেখা
৫) সমসাময়িক ঘটনা, যা হয় অতি গুরুত্বপূর্ণ, অথবা যেকোন ভাবে কবি বা কবিতার সাথে জড়িত
৬) অন্যান্য বিবিধ লেখা যা অবশ্যই কবিতার সাথে প্রাসঙ্গিক ইত্যাদি কবিতা সংশ্লিষ্ট বিষয়াদি থাকবে


এককম একটি কবিতা নির্ভর আবহের জন্য আড্ডা নামটি মোটেই মানানসই বা সঙ্গতিপূর্ণ নয় তাই এই নামটি বদলে 'কাব্য আলোচনা' 'কাব্য কথকতা' 'কাব্য শালা' বা এ জাতীয় কিছু রাখার প্রস্তাব করছি।


দ্বিতীয়তঃ আসরে প্রকাশিত কবিতার প্রচারনা, বিশ্লেষণ, পাদটীকা, কবিতার উপর আলোচনা ইত্যাদি হতে পারে কবিতা আড্ডার অন্যতম অনুষঙ্গ তাই ঘোষণায় উল্লেখিত '* এছাড়াও আসরে কোন কবিতা প্রকাশ করে শুধুমাত্র তার প্রচারণামূলক কোন লেখা প্রকাশ করবেন না আড্ডায়' এই ক্লজটি একটু শিথিল করার সুপারিস করছি । ধন্যবাদ ও ভালবাসা জানবেন ।'