আকাশের নীলে আছে অনন্ত জীবনের হাতছানি
সময়ের চৌকাঠে তবু বয়ে যাওয়ার কানাকানি
শোধিতে হবে ঋণ যত আছে জমা
নিয়তি কাউকে কভু করে না ক্ষমা
তবু বড় উগ্র নশ্বর মানুষের বৈষয়িক হানাহানি ।


দৃষ্টি আকর্ষণঃ গত কালের মত আজকের লেখা "বৈষয়িক হানাহানি"ও লিমেরিকের আদলে লেখা । তবে এটিও লিমেরিকের রসাত্মক ও সুনির্দিষ্ট বক্তব্যহীন মুল ঘরানা থেকে সরে এসে পাঁচ লাইনের লিমেরিক ফরম্যাটে অর্থবহ কবিতা লেখার একটি প্রয়াস ... কেমন লাগলো জানালে সুখী হব ...