- হ্যা, নিজেদের স্বার্থের বাইরে তো উন্নত বিশ্ব ভাবে না,
এই বিষয়ক আরেকটি জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈশ্বিক
উষ্ণতা বৃদ্ধির ফলে ঘর বাড়ি হারাচ্ছেন মূলত উপকূলের
সাধারণ অসহায় মানুষ । পরিবেশ বিজ্ঞানীদের আশংকা
২০২০ ইং সাল নাগাদ যদি  সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার
বেড়ে যায় তাহলে বাংলাদেশে তিন মিলিয়ন হেক্টর জমি জলমগ্ন
হতে পারে। অতি সম্প্রতি সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার এবং
টেকনাফের সমুদ্র উপকূলের পানির উচ্চতা পরিমাপ করে
গবেষকরা জানিয়েছেন বাংলাদেশের সমুদ্র উপকূলের পানির
উচ্চতা প্রতি বছর ১৪ মিলিমিটার করে বাড়ছে। এই হিসাবে
আগামী ২০২০ ইং সাল নাগাদ দেশের সতের ভাগ এলাকা
সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে । ইতোমধ্যে দেশের কুতুবদিয়া
এলাকার প্রায় ২০ হাজার মানুষ মূল ভূখন্ড ত্যাগ করে অন্যত্র
আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।


- পরিবেশ বিপর্যয়ের এই কারন গুলোর ভেতর কিছু আছে
নিয়ন্ত্রণযোগ্য আর কিছু আছে নিয়ন্ত্রণের বাইরের প্রাকৃতিক
বিপর্যয় ।


- প্রাকৃতিক বিপর্যয়ের পেছনেও কিন্তু মানব সৃষ্ট পরিবেশ দূষণ,
জনসংখ্যা বৃদ্ধি সহ আরও কিছু বিষয়ের পরোক্ষ ভূমিকা আছে,  
তাই মানবজাতির স্বার্থে সামগ্রিক পরিকল্পনা ও সমন্বয়ে দ্বারা
এই বিপর্যয় সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে যে কোন মূল্যে ।  


বিদ্রঃ সাময়িক বিরতির পর আজ আবার প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের চৌষট্টিতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।