মানুষ কবি বা কথা সাহিত্যিকের নিজস্ব অভিজ্ঞতা, অনুভব, পর্যবেক্ষণ ও সৃজনশীল ভাবনার স্থানগুলো উঠে আসে তার লেখনীতে, লেখকের ব্যক্তিগত অনুভব যখন মানুষের শাশ্বত বোধকে ধারন করে নিজস্ব স্বকীয়তায় সার্বজনীন হয়ে ওঠে তখনই তা সাহিত্য পদবাচ্য হয়, সমকালীন সাহিত্য তার নিজস্ব দ্যুতিতে সময়ের চৌকাঠ মাড়িয়ে কালজয়ী হয়ে যায় ।