হৃদয়হীন আধুনিক সময়ের পতাকাবাহী নির্বিকার মানুষের
বখে যাওয়া নিউরনে সঞ্চিত গোপন ভাবনার মত আমিও
থোকা থোকা দানাদার হলুদ সুখের কাঙ্ক্ষিত উৎসমুখ হতে
চেয়েছি তোমাকে নিজের করে পাওয়ার নিশ্চয়তা দিতে ...
তবু মানবিক হৃদয়বৃত্তির অভিশাপে একচোখা সমাজের
চৌকাঠে দন্ডের আসামী হয়ে আমাকে কেবলই জীবন্ত
কষ্টকর রাত্রির নির্বাসিত মননশীল হৃদয় হতে হয়েছে ...


রাতের আঁধারের নিকষ সরলতায় আমার হৃদয়ের নরম
কোষকলা উপাদেয় নারীর মত নিঃশেষে চুষে চুষে খেয়ে
বিকৃত সুখের আয়েশী ঢেকুর তুলেছে কিছু নপুংসকের
দেয়া আঁধারের সাথে রাত্রিযাপনের মিথ্যে অপবাদ,


যারা কোনদিন ভুল করেও রাত্রির আঁধার হতে চায়নি
তারাই বিচারকের আসনে বসে রাত্রির সতীত্বের পর্দা
ছিঁড়েছে নিজেদের হৃদয়হীনতার উত্থিত শিশ্নে ...