মানব সত্ত্বা বহুমাত্রিক, সে কখনো বিদ্রোহী, আবার কখনো শান্তিকামী, কখনো দিগ্বিজয়ী কখনো পরাভুত,  এটি পুরো মানবিক একটি ব্যাপার, জয় পরাজয় সবই জীবনের অংশ, তাই বহুবিধ অনুভব আসতে পারে একজন পরিপূর্ণ কবি বা লেখকের লেখনীতে, অভিজ্ঞতা ও ভাবনার বহুমাত্রিকতার কারনে সম্পূর্ণ বিপরীত বা পরস্পর বিরোধী বক্তব্যও আসতে পারে একই কবি বা লেখকের লেখনী থেকে যার কোনটিই হয়তো ভুল নয়, কবি লিখে চলেন বনের পাখির মনের আনন্দে, সেই প্রকাশ কারো হৃদয় ছুয়ে গেলে সেটা বাড়তি পাওয়া ।