সুপ্রিয় এডমিনকে “বরষার আয়োজন - বরষা নিয়ে কবিতার আহবান” পরিকল্পনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের লেখা শুরু করছি তবে এটি আমার আলোচনার মুল বিষয় নয় । আমার আলোচনার বিষয় হল এই ঘোষণায় আরেকটি বিষয় উঠে এসেছে লেখা নির্বাচনে আসরের নিয়মিত কবিদের মধ্যে থেকে এডমিনের সহযোগী একটি নির্বাচক প্যানেল গঠন, এই ভাবনাকে সাধুবাদ জানিয়ে এই সংক্রান্ত কিছু খোলা প্রশ্ন ও প্রস্তাবনা তুলে ধরছি ।


এই প্যানেল কি শুধু এই আয়োজনের জন্য গঠন করা হবে নাকি বাংলা কবিতা আসরের জন্য এডমিনের সহযোগী হিসাবে একটি স্থায়ী সহযোগী প্যানেল হবে, এডমিন যেহেতু একক ব্যক্তি তাই আমার সুপারিস হল আসরের পুরনো, অভিজ্ঞ ও নিয়মিত কবিদের ভেতর থেকে এডমিনের সহযোগী দশ সদস্যের একটি একটি স্থায়ী প্যানেল গঠন করা হোক, এই প্যানেল বিভিন্ন নির্বাহী কাজে এডমিনকে সহযোগিতা করার পাশাপাসি এই প্যানেলের নির্বাচনের মাধ্যমে এরকম কবিতা সঙ্কলন নিয়মিত করা হোক, এছাড়াও এই প্যানেলের সিদ্ধান্ত এবং পছন্দ, মন্তব্য ও পাঠসংখ্যা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে 'সপ্তাহের সেরা পছন্দ' নামে একটি কবিতার বিভাগ চালু করা হোক যাতে আসরে কবিতার মান নিয়ে একটি শুভ প্রতিযোগিতা ও কবিতার সামগ্রিক উন্নয়ন সাধিত হয় । আমার পক্ষ থকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।