অবাক চোখে প্রথম পৃথিবী দেখা, মায়ের নরম আঁচলের প্রথম আশ্রয়, স্নেহময় বাবার সাথে প্রথম খুনসুটি, বাল্যের প্রথম বন্ধুত্ব, প্রথম কারো চোখে চোখ রাখা, প্রথম স্পর্শ, প্রথম রমনসুখ, উত্তরপুরুষের আগমন ও তার কাছে নিজের শেষস্মৃতি জমা রেখে অনন্তে মিশে যাওয়া এমন সব বৃহত্তর ব্যক্তিগত ভাবনার পাশে জীবন ও জগতকে ঘিরে ব্যক্তি ও সমষ্টিগত বহুমাত্রিক ভাবনা মানুষের হৃদয় পথে উত্থিত হয়, জীবনের শুরু থেকে আমৃত্যু জীবন ও জগতকে ঘিরে ভাবের এইসব মানবিক উদ্ভাস যখন মননশীল কথাশিল্পীর সৃজনশীল লেখনীর তুলীতে কাগজের ক্যানভাসে শিল্পিত হয়ে ব্যক্তিগত অনুভব যখন সার্বজনীন, সমকালীন ভাবনা যখন কালজয়ী হয়ে ওঠে তখন তা কেবল কবিতা হয়ে ওঠে, প্রকাশের ভাব, ব্যাপ্তি ও ধরন ভিন্নতার ফলে কবিতার মতই আসে সৃজনশীল সাহিত্যের অন্য ধারাগুলো ।