চোখে
কাজল
যদি আঁকে,
তবে কেন যে
সে কাজল চোখ
আমার চোখ থেকে
এভাবে ফিরিয়ে রাখে ?
ঐ চোখে চোখ রেখে  
ছুঁয়ে যেতে চাই
ভাবনা তার,
সে কি জানে
আমার
যে সে
কে ?  


দৃষ্টি আকর্ষণঃ দৃষ্টি আকর্ষণঃ এটি সমারোহী ঘরানার লেখা, এই ঘরানার তিনটি উপধারা আরোহী, অবরোহী ও সমারোহী, এই ঘরানার লেখার একটি সুনির্দিষ্ট Internal ও External Structure আছে,  


১) অবরোহী ও আরোহী ঘরানা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলা কবিতায় আমার এই ধারার পূর্বেকার দুটি লেখার লিঙ্ক দিলাম ।


http://www.bangla-kobita.com/hasanimti/post20140625120035/


http://www.bangla-kobita.com/hasanimti/post20140623115443


২) সমারোহী ধারার দুটি প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে এই ধারার বিশ্লেষণ মূলক লেখার লিংক দিলাম..


http://www.bangla-kobita.com/hasanimti/post20140627115745/


http://www.bangla-kobita.com/hasanimti/post20140629011928/