দীঘল দিনের বাতায়নে আমাকে স্বাগত জানালো
তোমার ফেলে যাওয়া একটি প্রেমহীন সকাল,
ছায়ার দৈর্ঘ্য সহসা বেড়ে গেলে গেলে জীবন তার
অন্তিম বিন্দুতে জমিয়ে রাখে অনিবার্য শীতলতা ...
তবু তুমি বারবার সর্পিল খোঁপার কাঁটার বিষে ক্ষত
বিক্ষত করে দাও এক একটা দীর্ঘ রাতের আয়ু ...
আমি তবু বরাবর আশালতা স্বপ্নের মেঘ জমিয়ে রাখি
তোমার নিরন্তর ভালো থাকা সুখী রৌদ্রের বিপ্রতীপে ...
মৃত্যুর শীতলতা আমার
জীবনের রাঝপথ তোমার
সুখের প্রসব তোমার গর্ভমুলে...
স্বপ্নভঙ্গের সহায় আমি ...
আকাশের অনন্ত নীল তোমার ...
রাতের নিঝুম আমার ...
ঝর্ণার চঞ্চলতা তোমার ...
কষ্টের বাসভুমি আমার...  
আমি সতত তোমার ...
তুমি বরাবর রহস্যের
আমাদের গল্প তাই বরাবরই এক পরিণতিহীন উপাখ্যান ...