এ গল্পটি হয়তো হতে পারতো একটি বহতা জীবনের
নিজস্বতার রঙে আকর্ণ রাঙানো কোন বাঙময় প্রকাশ,
যে জীবন সময়ের হাত ধরে গন্তব্যের পথ পাড়ি
দিয়ে প্রতিরাতে ঘরের চেনা চৌকাঠে ফিরে আসে ...


কিম্বা এ গল্পটি হতে পারতো শোভিত সবুজ পাড়ের
শাড়ির আচল দমকা হাওয়ায় উড়িয়ে চপলতার
নুপুর পায়ে অভিসারে ছুটে চলা কোন নদীর গল্প ...  
যে একাকিনী নদী হতে পারতো আমার চেতনার
উষ্ণতা ভাগাভাগি করে নেয়া প্রথম নারী ...


অথবা এ গল্পটি সত্যি সত্যি হতে পারতো
কোন যৌবনবতী বর্ষা মেঘের মন হারানো
হাওয়ায় অজানা অভিমুখে গন্তব্য ছুটে চলার গল্প  
অনায়াসেই আমার বাহুলগ্না প্রিয় কোন নারীর
সরলতা হতে পারতো সে অনাঘ্রাতা মেঘ ...


এ গল্পটি হতে পারতো ঝাপখোলা নীল আকাশের
অসীম পটভূমিতে অবাধ্য ডানা ঝাপটানো রঙিন
প্রজাপতির মুক্তির অনাবিল আনন্দ ...


গল্প লেখার কলম ছিল বর্ষণের অপেক্ষায় ...
খাতার শুন্য পাতার সফেদ বুক জুড়ে ছিল
কেবল তোমাকে নিয়ে লেখার আকুতি ...
সেই চেনা পথ ধরে একদিন তুমি আর ফিরে এলেনা ...
তাই আমাদের গল্পটি আর পরিনতি পেল না ...
আমার দুচোখ জুড়ে বয়ে চলা অশ্রুজলের নদী
কখনো তোমার উষ্ণ মোহনা খুজে পেল না ...
তোমার আমার গল্পটি কখনো আমাদের গল্প হল না ...