নাম
হৃদয়ে
অবিরত
তোলে ঝংকার,
দূর থেকে কাছে
উদয় থেকে অস্তে
অনন্ত সূর্যের মত
কৈশোরের স্বপ্ন ছিল যে
যৌবনের সাধনা ছিল যে
জীবনের ভবিতব্য ছিল যে
সে আজ কেবলই অম্ল স্মৃতির
অতলে জেগে থাকা বিষাদের নাম  
সে আজ শুধুই অপূর্ণ গল্পের নাম  
তবু সে নাম সতত রয়ে যায় অম্লান ।