বহুজন্ম পরে পথ ভুলে তার এক চিলতে হাঁসির সাথে
আমার পুরনো কিছু কষ্টের আবারও দেখা হয়ে গেল,
অস্তাচলের প্রত্যাশায় গন্তব্যহীন মাঝ রাস্তায় একাকীনি
শুয়ে ছিল বিষণ্ণ বিকেলের ক্ষয়ে আসা আলোর ভ্রূকুটি,
তার হাঁসিতে ফেলে আসা পুরনো প্রত্যাশার ঝলক দেখে
ঈর্ষা কাতর হয়ে উঠলো সূর্যের পুরুষ আগুনের লেলিহান,
এরই মাঝে নিস্তরঙ্গ সময়ের বুকে ভালোবাসার কালিতে
পুনর্মিলনের ইতিহাস লিখে রেখে গেলো জীবনের বহতা,
অশ্রু জলের বুকে নখের আচর কেটে কেটে সে আমাকে
দেখালো তার ভালো না থাকার মানচিত্রের মধ্য প্রদেশ,
শীর্ণ আঙ্গুলের স্পর্শে আমি তার শরীর ছুঁয়ে উত্তাপের
তারতম্যে বোঝালাম তাকে ছাড়া কেন আমি অসম্পূর্ণ,      
আমাদের কষ্টের ভিন্ন ভিন্ন গল্পগুলো একসুরে গাঁথা
হয়ে একটি অভিন্ন ভালোবাসার গল্প হয়ে গেলে সে
আমার বুকের কার্নিশে মাথা রেখে নিভৃতের প্রশ্রয়ে
বলল আমাদের গল্পটি এবার তবে হোক পূর্ণতার গল্প,  
তার আঁধার চুলে সম্মতির বিলি কেটে আমি বললাম
এই গল্প থেকে এবার তবে জন্মাক একটি নতুন ভ্রূণ ।