তোমাকে দেখার ভুল অকস্মাৎ বদলে দিল জীবনের গন্তব্য
প্রান্তহীন বেঁচে থাকা তোমাতে খুঁজে পেল নতুন পথের দিশা,
সেই থেকে পাহাড়ী ঝর্ণার চপলতা হৃদয়ে নিয়ে আমি
বারবার নদী হয়ে ছুটে আসি তোমার মিলন মোহনায়,
আমি তোমাতেই আমার সুখ স্বপ্নের বীজ বুনে যাই,
আমি তোমাতে হারিয়েই পূর্ণতার ভাষা বুঝে নিতে চাই,  
তবু তোমাকে চাওয়ার অপরাধে আমাকে বারবার
ভেসে যেতে হয় বেদনার পাতাঝরা তছনছ ঝড়ে,
আকাশ যেমন কখনো সমতলকে কখনো ছুঁতে না
পারার কষ্ট লালন করে উদাসী নীলের কষ্ট লালন করে
আমিও কখনো তোমাকে ছুঁতে না পারার কষ্টে নীল হয়ে যাই,
তুমি থেকে যাও নিস্তরঙ্গ সাগরের নীল বিপুলতা হয়ে,
তুমি থেকে যাও সুবিশাল আকাশের নীল উদাসীন্য হয়ে,  
আমার নিঃশর্ত ভালোবাসা তবু থেকে যায় তোমাতেই নিবেদিত,
যে চাঁদ আমাবশ্যা পূর্ণিমার জোয়ার ভাটায় সাগরকে টানে
জেনো সে আমি তোমার টানেই জলোচ্ছাসের ডানা হয়ে যাই,
যে মধুকর ফুলের পরাগ মেখে খুঁজে ফেরে ফুলের নাভিমূল
জেনো সে আমি শত মুখের ভীরে খুঁজে চলেছি তোমায় দেখার সুখ ।
মিলন বিরহ পাওয়া না পাওয়ার কায়িক হিসাব নিকাশ তুচ্ছ
হয়ে তোমার অভিমুখে ছুটে চলাই আজ আমার ভবিতব্য,  
এভাবেই তোমার জন্য আমি স্বয়ং প্রকৃতি হয়ে যাই  
তোমায় সত্ত্বায় ধারন করে আমি স্বয়ং জীবন হয়ে যাই ।