নিরাপত্তার শামুক সুখ বোঝে খোলসের অলিখিত বিধিনিষেধ,
রাতের আঁধারের গোপন সুর জানে শুধু অরুণ আলোর ঈশ্বর,
প্রয়োজনের খেলায় ফাঁকা পরে থাকে সম্পর্কের মাঠঘাট,
মৃত্যুর আগে বহুবার মারা যায় নষ্ট বিবেকের কড়িকাঠ,
কার শোণিতের রঙে কার হাত কখন কেন রঞ্জিত হয়
সময়ের অমসৃণ দেয়ালে বিকৃতির সে একতরফা
ইতিহাস লেখা থাকে শুধু বিজয়ীর তরবারির আঁচরে,
আজকের সত্য আপেক্ষিক হয়ে যায় আগামীর আলোয়,
কে বন্ধু আর কে যে বন্ধুরুপী প্রতারক বিভীষণ  
সে হিসাবের সমীকরণ বড় বেশী গোলমেলে,
ভুল গ্রহনের ফেরে দোর্দণ্ড প্রতাপ রাজাও কৃৎ কর্মের
বিচার প্রার্থী হয়ে কড়জোড়ে দাড়ায় জনতার আদালতে,  
বেলাশেষে ঝরাপাতার অন্তিম বুকে কালঘুমে শুয়ে
কীর্তিনাশা কলিযুগের রাজসাক্ষী বিদেহী বিশ্বাস ।