অগ্রগামী স্বপ্নের সুরম্য পথে গতিরোধক
ফেলে আসা সারমেয় অতীত স্মৃতির ফসিল,
শৈশবের নির্দোষ খেলাঘরে সহসাই বিষফণা
তুলে জেগে ওঠা চাহিদার বস্তগত মিছিল
মুছে দেয় ভালোলাগা না লাগার কোমল সীমানা,
সবুজ ভাবনার অবারিত মাঠ জ্বলে পুড়ে
খাক হয় জৈবিক আগুনের লকলকে লেহনে,
পৈচাশিক ভোগ শেষে পীচঢালা সময়ের বুকে
পড়ে থাকে সদ্যমৃত আশার মধ্যবিত্ত শরীর,
ভাগ্যের ছককাটা ঘরে খেলারাম বারবার
খেলে যায় সাজানো অংকের পরিচিত খেলা,
সব পাওয়া খাইখাই ভাবনায় জৈবিক তৃপ্তি
একঘেয়ে হয়ে সুখ থেকে যায় বিত্তের অধরা,
নিয়ন আলোর নাগরিক রাতে বৃষ্টি ভেজা মন
পিছু ফিরে খোঁজে কিছু অসংজ্ঞায়িত পিছুটান ।