একাকিনী জলের নিস্তব্ধতার বুননে কোন
বিষুব ভাবনার ছবি তুমি নিঃশব্দে আঁকো ?
আজও কি তবে রয়েছে বেঁচে জলের
গহীন বুকে সম্পর্কের সেই পুরনো সাঁকো ?


নিঝুম রাতের নিশুতি আঁধারের নৈশব্দে
ভালোলাগা সেই সুর তুমি এখনো কি সাধো ?
আজও কি রাতের প্রশ্রয়ে আমার স্পর্শের  
পুরনো সে উষ্ণতায় নিজেকে নিজে বাঁধো ?  


মৌনতার ধূসর দেয়ালে হেলান দিয়ে নিঃসঙ্গ
তুমি আজ কার ভাবনায় গোপনে ভেজো ?
তবে কি নীরবে রয়েছে বেঁচে আমাদের
সেই না বলা নীরব ভালোবাসা আজো ?