তোমার পাতাঝরা ভাবনার শরীর ছুঁয়েছে আমার শীতার্ত দুপুর,
তবু তুমি আমার বুকভাঙা কান্নার বেলাভূমিতে আলতো
পায়ের ছাপ মুছে দিয়ে চলে গেছ এক জীবনের না ফেরা দূরত্বে,
অনাগত প্রজন্মের কাছে সব অপরিশোধিত শারীরিক ঋণ
জমা রেখে আমি আজ নৈঃশব্দের কারাবাসে চলে যেতে চাই,
তবু যদি তুমি মেনে নাও মেঘভাঙা বসন্তের নির্লজ্জ আহবান
তবে তোমার ভালোথাকার ভ্রূণমূলে জ্বালিয়ে দিয়ে যাবো বিদেহী আগুন,
যদি ভুলে যাও এই যাত্রায় তোমার পাশে নিঃশব্দে কেউ ছিল কোনদিন,  
তবে তোমাকে দেবো আমার সব বুকভাঙা কান্নার সশ্রম উত্তরাধিকার,  
আমার অসংখ্য নির্মোহ জীবন শুধু তোমাতেই ছিল নিবেদিত
সব ভুলে তবু তুমি যদি ছুড়ে ফেলে দাও ভালোলাগার সোনালী কাবিন
তবে তোমার খোঁপায় গেঁথে রেখে যাবো আমার না ফেরার ফসিল,  
আশাবাদী চোখে তবু তুমি যদি ফিরে আসো জীবনের অসম ঘূর্ণিখেলায়
তবে তোমার জন্য নিঃশেষে খোলা রইল গন্তব্যহীন অনন্ত পিছুটান ।