আমার কিছু কলাবতী ইচ্ছে বয়ে গেছে ভুল মানুষের কাছে,
তোমার সাজানো বাগানে আলগোছে বেড়ে ওঠা কাঁকন পড়া
চুড়িদার স্বপ্নেরা সুকৌশলে আগলে রেখেছে আমার বিনিদ্র পথ,
তবু তুমি জেনো তোমার কনিষ্ঠ আঙুলের উষ্ণতা ছুঁয়ে একদিন
যে অস্থিরতার নদী কড়া নেড়ে হারিয়ে গিয়েছিল উজান আঁধারে
সে আর কখনো ফিরবে না কোন নিকানো ভাবনার কক্ষপথে,
তবু তুমি যদি আজ সব পিছুটান ভুলে আবারও চাও হৃদয়হীন
কর্পোরেট জোস্ন্যায় আদিগন্ত ভেসে যাক সময়ের উদ্ধত রেলপথ,
যদি চাও আমার অলিখিত কান্নার হলুদ বল্কলে রচিত হোক
তোমার আকাশ ধোঁয়া বহুতল সুখ শাড়ীর জোস্ন্যা প্লাবিত আঁচল,
তবে জেনে রেখো জলকেলি শেষে শিকারি নীল তিমিরা সদলবলে
ফিরে যাবে তাদের ফেলে আসা পুরনো আস্তানার পরিচিত উষ্ণতায়,
ধূমায়িত সকাল বার্ধক্যের অভিশাপে ঝড়ে যাবে নিচ্ছিদ্র রাত্রির কোঠরে,    
তবু সুখের চৌকাঠ ভোগের কাছ থেকে রয়ে যাবে হিমায়িত দূরত্বে ।