আমরা রোজ রাতে এই বিশ্বাস নিয়ে ঘুমাতে যাই যে ঘুমের ভেতর আমাদের প্রিয়জন আমাদের গুপ্ত হন্তারক হবে না, এই বিশ্বাস নিয়ে জেগে উঠি তারা কেউ সকালের চায়ের কাপে হেমলক মিশিয়ে দেবে না, তুমিও ঘুমিয়েছিলে তেমনি এক বিশ্বাসের ঘুম, কিন্তু তোমার বিশ্বাসের মৃত্যু হল সেন, তোমার সে নিদ্রা আর শেষ হল না, বড় অযাচিত ভাবে, বড় অকালে তুমি চলে গেলে সেন, যেতে তো সবাইকেই হবে, হয়, তবু এ বিদায় মেনে নেয়া যাবে না ।


তুমি যেখেনেই থাকো ভালে থেক, জোস্ন্যাপ্লাবিত থেক সেন ।


স্মরণঃ কবিবন্ধু দেবাশিস সেন