বহুজন্ম কেটেছে আমার প্রত্যাশায়,
হাতের মুঠোয় জোস্ন্যা নিয়ে কেউ আসেনি কাছে,
কেউ বাসেনি আমায় এতোটুকু ভালো ।


আমার সব না পাওয়ারা জমে গেছে ভ্রূণে,
আজ আর কোন রঙের প্রত্যাশা নেই,
আমি জেনে গেছি শুধু প্রতিদান বোঝে পৃথিবী ।


আমার ভালোবাসা জমে জমে ছুঁয়েছে মহাকাল,
আজ আমি এসেছি শুধু হিসাব মেলাতে,
আজ এসেছি মেটাতে সব অনাগত জন্মের ঋণ ।


ভালোবাসা দেবার অসীম ক্ষমতা আমার,
নারী, তুমি যতটুকু পারো নাও,
নাও যতটুকু তোমাকে মানায়  ।