শিশিরের ভেজা চোখের শুভ্রতায় শুয়ে থাকে শীতের শরীর,
কুয়াশা চাদরের আড়ালে একাকিনী জেগে ধূমায়িত জীবন,
অপেক্ষার শীতল পেয়ালায় জমেছে সময়ের বহমান ধুলো
তোমার অনুপস্থিতি কেড়ে নিয়ে যায় সকালের সোনারোদ
কিছু প্রতীক্ষা শুধু জমা রয়ে যায় জীবন কাপের তলানিতে,
বেঁচে থাকা মানে ঘড়ির কাঁটার জোয়ালে ঘোড়া ঘানির বলদ,
শীতের বিপরীতে তবু বেঁচে থাকে শরতের কাশরঙা প্রত্যাশা,
তোমার জন্য বুকের বল্কলে আমিও পুষে রাখি পোয়াতি ইচ্ছে,  
তুমিও কি  মনের অনন্তে আমার জন্য জ্বেলে রাখো আগুন ?
তুমিও কি আজও স্বপ্নের ঘাস জমিনে কর স্মৃতির চাষাবাদ ?
হয়তো আমার নাম তোমার ভাবনায় আর তোলেনা আলোড়ন,  
আশার অফুরন্ত জ্বালানীতে তবু আমৃত্যু বেঁচে থাকে ভবিতব্য ।