কুল ভাঙার দুঃস্বপ্ন পারে কি রুখতে ঘরের আকুলতা ?
অজানা গন্তব্য ভীতি পারে কি দমাতে পথের চলাচল ?
পাওয়ার অনিশ্চয়তা কি পারে আটকাতে চাওয়ার শ্বাস ?  


জীবন নদীর উজান থাকে বলেই থাকে ভাটির টান,
অন্ধকারের লোমশ বুকেই রচিত হয় আলোর জয়গান,  
মৃত্যু আছে বলেই বেঁচে থাকে জীবনের নিত্য আহবান।    


সবুজ থেকে পিছু ফিরে থাকা যে পাথর মন কখনো
আকাশ নিংড়ানো উথাল পাথাল  জোস্ন্যায় ভেজে না
তার পথ চেয়ে রূপসী রাতও অকারন উপোসী থাকে না।      


রঙ বদলের আলো ছায়ার হেঁয়ালি খেলায় শর্তহীন
ভালো যে বাসতে জানে তাকে পারেনা বাঁধতে স্বার্থের
গোপন আস্তিনে লুকানো ছলনার বিষ ছুরির মারণ ধার ।