জনজটে যানজটে পিছিয়ে পড়া বুড়ো নগরটাকে
ধাক্কা দিন, একটু ধাক্কা দিন, সামনে এগিয়ে নিন ।  
লড়তে লড়তে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া সময়টাকে
সামনে এগিয়ে নিয়ে যেতে একটুখানি ধাক্কা দিন ।
সন্ধ্যা ঘনিয়েছে ঘরের আপন উষ্ণতায় ফিরতে,  
সামনে এগোতে সময় বাচাতে একটু ধাক্কা দিন,
ব্যাংকের লম্বা লাইনে, বাসের টিকিট কাউন্টারে
ধাক্কা দিন, একটু ধাক্কা দিন, সামনে এগিয়ে নিন,  
ডাক্তারের সিরিয়ালের খাতায়, বিচারের কাঠগড়ায়,
আমাকে একটু ধাক্কা দিন, একটু সামনে এগিয়ে নিন,
মধ্যবিত্ত্য জীবনটাকে একটু জোরসে ঠেলে ধাক্কা দিন,
গদিতে যেতে ভোটের বাক্সে ব্যালটে একটু ধাক্কা দিন  
ধাক্কা দিন, একটু ধাক্কা দিন, সামনে এগিয়ে নিন,  
নতুন একটি চাকরী পেতে, পেতে লোভনীয় পদোন্নতি,
ধাক্কা দিন, ধাক্কা দিন, আমায় সামনে এগিয়ে নিন,
দারিদ্র্যে জর্জরিত জীবনটাকে আর একটি সুযোগ দিন,
ধাক্কা দিন, একটু ধাক্কা দিন, সামনে এগিয়ে নিন,  
নড়ে যাওয়া দাঁতটাকে ফেলে দিতে একটু ধাক্কা দিন,
পড়ে যাওয়া ঘরটাকে দাড় করাতে একটু ধাক্কা দিন,
চারদিকে জোড়েসোরে চলছে শুধু এই একই কলরব
ধাক্কা দিন, একটু ধাক্কা দিন, সামনে এগিয়ে নিন,
কেউ কারো কথা শুনছে নাকো, শুধু বলে চলেছে
ধাক্কা দিন, একটু ধাক্কা দিন, আমায় এগিয়ে নিন,
চলছে শুধু ধাক্কাধাক্কি, যাচ্ছে না কেউ আগে পিছে,
কারো বাঁচা মরায় কারো কিছু আর যায়না আসে
শুধু ধাক্কা দিন, ধাক্কা দিন, সামনে এগিয়ে নিন,  
এবার পিছিয়ে পড়া ভাবনাটাকে তুমুল ধাক্কা দেই,
সামনে এগোই, এগোতে দেই, এগিয়ে যাই সবাই ।
এবার জীবন্মৃত বিবেকটাকে একটা কষে ধাক্কা দেই,
পশুর মত ধাক্কাধাক্কির লড়াই ছেড়ে একটু মানুষ হই ।