স্মরণের নৌকা কখনো ভেড়েনি আমার মৌনতার ঘাটে,
শীতার্ত সকালে আমাকে নিভিয়ে দিয়ে সূর্য গেছে পাটে ।
তোমাদের স্বপ্ন বিকিনিকির মেলায় আমি এক নীরব দর্শক,
প্রকাশের উষ্ণ আলিঙ্গনে কখনো হয়নি আমার জন্ম সার্থক ।  
সুদিনের পথ চেয়ে চেয়ে কেটে গেছে আমার যত গ্রহনকাল,  
আমার দুঃখ নদে তোমাদের ঈর্ষারা ছুটেছে তুলে রঙিন পাল ।
আমার কান্নার মলাটে জমেছে তোমাদের আয়েশের সঞ্চয়,
কোন অবিচারের সরব প্রতিবাদে মুখর হয়নি আমার সময় ।
আমার মৌনতাকে দুর্বলতা ভেবেছে তোমাদের স্থাবর মন,    
আলোর বন্যায় সহজ পথে হেঁটেছে তোমাদের কাঁচের জীবন ।
স্বার্থের ঝড়ে বারবার ভেঙে গেছে আমার বিশ্বাসের শক্ত হাল,  
তবু বরাবর নীরবতায় একলা হেরেছে আমার বেদনার্ত বিকেল।
তোমাদের পক্ষপাতের রোষে পুড়ে গেছে আমার ভাগ্যের টীকা,
আমার কান্নার গল্প কখনো হয়নি তোমাদের স্বার্থ দর্পণে লেখা ।
আমার ভালো থাকা না থাকা তোমাদের কাছে নিরাশার কুয়াশা,
আমার ভাগের পাল্লায় তোমরা শুধু জমিয়ে রেখেছ ক্ষুব্ধ দুর্বাসা ।  
আমার নোনতা ঘামে বেড়েছে তোমাদের লবন সুখের আবাদ,  
তোমরা কেউ কখনো বুঝবেনা এ নীরবতাই আমার প্রতিবাদ ।