দূরত্ব জানে কতোটুকু জুড়ে ছিলে তুমি আমার,
পথ তবু লিখে রাখে আমাদের গল্প না থামার ।
নদীর কাছাকাছিই থাকে কান্নার গোপন সঞ্চয়,
প্রয়োজনের ছুরিতে তবু ক্ষত বিক্ষত আজ হৃদয় ।
সময়ের বুকে থাকে আঁকা মলিন স্মৃতির দলিল,  
আমাদের শেষ সম্বল শুধুই কান্নার লোনা ফসিল ।  
হৃদয়ের সবুজ ক্ষত নির্বাসিত কান্নার নীরব সহচর,  
বেঁচে থাকা মানে ভোগের পেয়ালায় উষ্ণতার প্রহর ।    
তোমার নিবিড় ছোঁয়া ছুঁয়ে থাকে মনের অলিগলি,
জীবনের মোহনায় তবু জমে বাস্তবের কঠিন পলি ।
নিয়মের নখর সম্পর্কের নরম বুকে কাটে আঁচর,  
ভাবনায় একান্ত আপন হয়েও তুমি আজ বহুদূর ।
আমাদের সম্পর্কের নদী ভাঙনে কভু পড়েনা চর,
নিয়তি লিখে রাখে আমাদের আলেখ্য না ফেরার ।