তুমি পরিযায়ী হলে আমি হব আকাশ,
আমি শুষে নেব তোমার কষ্টের নীল,  
আমাকে ছেড়ে কোথায় পালাবে তুমি,
যতো দুরে যাবে আমাকেই পাবে,  
তোমার কষ্টে তোমার হাঁসিতে,
আমি মিশে রব সঙ্গোপনে,
সুখের তীব্র আলোড়নে,
আঁধারের মৌনতায়,
গ্রীষ্মের খরতাপে,
শীত কুয়াশায়,
আমাকে পাবে,
ছায়া সঙ্গী
তোমার
আমি
যে ।


ঘরানাঃ আরোহী পঞ্চদশ