আমার মুগ্ধতা ছিল তোকে ঘিরে আর তোর মুগ্ধতা নীলে,  
নীল আকাশের নীলে তুই সাজাতি তোর তোকে.
আমার উদ্বাস্তু ভাবনায় বারবার একাকার
হয়ে মিশে যেতিস তুই আর নীল আকাশ,
নীল সাগরের নীলে তুই ভেজাতি তোর মনের বর্ষাতি,
তোকে নিয়ে গড়া আমার একান্ত ভাবনার খেলাঘর
বারবার ভেসে যেত সে সাগর নীলের জোয়ারে,
তাই আমারও মুগ্ধ তৃষ্ণা জন্মেছিল নীলে,  
নীলকে যারা কষ্টের রং বলে অপবাদ দিতো
আমি ছিলাম না তখন সে বঞ্চিতদের দলে,
তোকে বড় ভালোবেসেছিলাম আমি,
নীলকে ভালবাসতে শিখিয়েছিলি তুই,
সেই তুইই অসীম আকাশের নীল নৈশব্দে হারিয়ে
গিয়ে নীলকে আবার কষ্টের রং বানিয়ে দিলি ।
তাই আমিও আজ পরাজিতদের দলে,
আজ নীল মানেই তোকে ঘিরে সব কষ্টের স্মৃতি,
নীল মানেই তোকে না দেখার বুকভাঙা বালুচর,
নীল মানেই তোকে ছুতে না পারার দুঃসহ মেঘদল ।