পা
দিয়ে
আঘাত,
পদাঘাত,
চপেটাঘাত,
হাতের আঘাত,
কথা দিয়ে আঘাত,
কথা না রেখে আঘাত,
কোন আঘাতে ভাঙে মন ?
কোন আঘাত জ্বালে অনল ?  
কোন আঘাত আনে অপঘাত ?  
কোন আঘাত কাঁদায় আজীবন ?
শারীরিক ক্ষত সেরে ওঠে ওষুধে,
মনের ক্ষতের ওষুধ দেবে বল কে ?    
মনের ক্ষত কে সারাবে বল ভালোবেসে ?    


ঘরানাঃ অবরোহী পঞ্চদশ