যা
পাখি
উড়ে যা
নীলাকাশে,
মুক্তির রোদ
দু ডানায় মেখে
উড়ালিয়া আবেশে
ওড়া পালকের সুখ,
আকাশ নীল ছুঁয়ে চলা  
সাদা মেঘের ভেজা প্রশ্রয়ে
ডানার দুঃসাহসে ভর করে
উড়ে চলে যা দিগন্তের ওপারে,  
স্বপ্ন নদীর কুল ছুঁয়ে ঝিরিঝিরি
বাতাসের ভাব সঙ্গী হয়ে তুই বয়ে  
যা চলে যা অজানা লোক থেকে লোকান্তরে ।


ঘরানাঃ অবরোহী পঞ্চদশ