নদী
নারীর
মত নয়,
গতি ও পথ
বদলালেও সে
গন্তব্য বদলে না,
সম্পর্কের পিছুটানে
সাগরে তার নিবেদন
প্রকৃতির মত শর্তহীন,
মোহনায় তার প্রিয় মিলন  
শাশ্বত সত্যের মত অনিবার্য,
উজান ভাঁটির নিয়ত ভাঙাগড়া
নদীকে পারেনা ফেরাতে সাগর থেকে,
সে সুখী হতে জানেনা শুধু নিজের সুখে ।  
      
ঘরানাঃ অবরোহী পঞ্চদশ


দৃষ্টি আকর্ষণঃ ২১-০১-১৫ ইং তারিখে প্রকাশিত “নারী নামের নদী” কবিতা ও আজকের অর্থাৎ ২৪-০১-১৫ ইং তারিখের “এ নদী নারীর মত নয়” কবিতার মূল ভাব একই, ৩৪ লাইনের একটি দীর্ঘ কবিতার মূল ভাবকে অবরোহীর আদলে তুলে আনা যায় কিনা, অর্থাৎ অবরোহী দিয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখাই ছিল এই লেখার উদ্দেশ্য, কতোটা সম্ভব সেটার বিচারিক ভার না হয় পাঠকের উপরই রইল । ভালোবাসা।