আমার হৃদয় উপচে একটা গন্তব্যহীন লবন নদী
অকস্মাৎ থমকে গেছে তোমার সুখের পাদদেশে,
মুখ তুলে তুমি শুধু দেখেছ অবারিত আকাশ নীল,
পদতলে শিশির মৃত্যুর অপঘাত বরাবর থেকে গেছে
তোমার জানাশোনা চিত্রকল্পের সীমানার ওপারে ।  
অনিবার্য সত্যের মত প্রশ্নহীন অবলীলায় আমিও
পারিনি অবাধে বয়ে যেতে কারো হৃদয় নগরে,
এ আমার নদীর মত নির্দোষ বহতার অভ্যেস নয়,  
এ তোমার সাগরের মত অনিবার্য মিলন সুখ নয়,    
আমি চাইনি ভালোবাসাহীন কোন বন্ধনে সমর্পণ,
তুমিও বুকের গোপন অর্গল খুলে শুধু লুটেছ সুসময়,
এ কান্নার প্রস্রবণ জানে সে শুধু তোমার কারনে
তবু তোমার জন্য নয় তার অনন্তের অগস্ত্য যাত্রা,
তোমাতে নয় সময়ের মত এ নিঃশর্ত আত্মসমর্পণ,
তোমার জন্য মুক্তা জমিয়ে রেখেছিল হৃদয় ঝিনুক
তবু তুমি কুলভাঙা বালিতেই রেখে গেলে পদচিহ্ন ।