কৈ
রুই
ইলিশ,
কার কত
দাম বলিস ?
ভেদা পুটি ট্যাংরা
বুঝে শুনে দাম চা,
মৃগেল কাতল ফলি,
কার কত দাম যে বলি,
মলা ঢেলা ও গুড়ো কাকচি,
বেলা বুঝে তবে দাম হাকাবি,  
কাতল চিতল মাগুর পাবদা,
মাছের ওজন বুঝে তবে দাম চা,
আইড় বোয়াল আর পদ্মার পাঙাশ,
দামের কথা বললে কেন চোখ রাঙাস ?  


ঘরানাঃ অবরোহী পঞ্চদশ


পটভূমিঃ আজ শুক্রবার, বাংলাদেশে সাপ্তাহিক ছুটি, অভ্যাসবশত ছুটির সকালে গিয়েছিলাম মাছের বাজারে। কেনা হল বেলে, চিংড়ি আর রূপচাঁদা। বাজার থেকে ফিরে এসে যে মাছ গুলো ভাবনায় থাকলেও পাওয়া গেলো না বা বাজারে থাকলেও কেনা হয়ে উঠলো না সেগুলো নিয়ে লেখা হয়ে গেল এই রম্য অবরোহী।