নীলি, শুধু তোমার জন্য হাতের ভাগ্যখচিত তালুতে আমি
নজরবন্দী করে রেখেছি একজীবনের সব অনাগত সুসময়,
দৃশ্যমান হয়ে আসা বেলাভূমিতে কুয়াশার তুষারিত অবয়ব
ক্রমশ উন্মোচিত হয়ে জানান দিয়ে যাচ্ছে এক সুসকালের,
যে সকালে এক পেয়ালা চুমুর উষ্ণতা ভাগাভাগি করা যায়,
একপশলা হাঁসির জন্য জীবন বিলিয়ে দেয়া যায় যে সকালে,  
জীবন নেয়া যায় এক ফোঁটা শিশির মৃত্যুর তুচ্ছ অপরাধেও,  
তোমার জন্য আমার বুকের রোদ্দুরে সযতনে জমিয়ে রাখা
পক্ষপাতের বিধিলিপি জেনে ঈর্ষাকাতর হয়ে পড়ে ভাতঘুম ।


নীলি, ভালোবেসে ছুঁয়ে দিয়ে যাও আমার না ফেরার দুঃসাহস,
আমার আম্রকাননে যে পলাশী মেঘ জমেছে তোমার অদর্শনে
সে যদি ঝড় হয়ে এসে দুমড়ে মুচড়ে দিতে চায় কোন সুখের
নোঙ্গর তবে আমাকে দিওনা ঘরভাঙা কালবৈশাখীর অপবাদ,
বৃষ্টি শেষের বিকেলে মাঝ দরিয়ায় শান্তির সাদা পতাকার মত
যে নিঃসঙ্গ বক এক পায়ে দাড়িয়ে অপেক্ষায় থাকে শিকারের
আমাকে দিওনা সে তুমিহীন সফেদ প্রতীক্ষার সশ্রম দণ্ডাদেশ,
তোমার আসা যাওয়ার পথের ধুলো জানে শুধু তুমি ছুঁয়ে ছুঁয়ে
যাও বলে তারা আমার কাছে দেবালয়ের ধুপের চেয়ে বাঞ্চিত ।


উৎসর্গঃ 'নীলি'কে